গাঁজা সেবনে শীর্ষে নিউইয়র্ক শহর!

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ এএম


গাঁজা সেবনে শীর্ষে নিউইয়র্ক শহর!

আন্তর্জাতিক ডেস্ক:

গাঁজা সেবনের দিক থেকে বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। আর দ্বিতীয় স্থানে পাকিস্তানের করাচি এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি­। অ্যাডোলেসেন্ট ব্রেন কন্টিনিটিভ ডেভেলপমেন্ট স্টাডি (এবিসিডি) নামের একটি সংস্থার মাদক-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এবিসিডি’র প্রতিবেদনে দেখা যায়, গাঁজা বিক্রিতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক শহর। গত বছর নিউইয়র্কে গাঁজা বিক্রি হয়েছে, ৭৭.৪ টন।

আর তালিকার দ্বিতীয় স্থানে থাকা করাচিতে ২০১৮ সালে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৪২ টন, অর্থাৎ প্রায় ৪২ হাজার কেজি। বিশ্বের বড় বড় শহরকে টেক্কা দিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি­। গতবছর এখানে গাঁজা বিক্রি হয় প্রায় ৩৮.২ টন, অর্থাৎ ৩৮ হাজার ২৬০ কেজি। তবে এশিয়ার এই দুই শহরকে অনেকটাই পেছনে ফেলেছে নিউইয়র্ক।

এবিসিডি’র দেওয়া তালিকায় প্রথম দশের ভেতরে রয়েছে ভারতের আরো একটি শহর। তালিকার ষষ্ঠ স্থানে থাকা মুম্বাইয়ে গতবছর গাঁজা বিক্রি হয় প্রায় ৩২.৪ টন।

প্রতিবেদনটি প্রকাশ্যে আসার পর উদ্বেগ জানিয়েছেন সমাজবিজ্ঞানীরা।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও