আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত
০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক স্থবিরতা, অন্তর্দ্বন্দ্ব, সমন্বয়ের অভাব এবং ইউনিয়নে অস্থিতিশীল পরিবেশে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হওয়ায় বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই সকল পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হবে।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আলোকবালীতে বিএনপির আন্তঃকোন্দল ও শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি গঠন করা হবে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, আধিপত্য বিস্তার, বালু উত্তোলন, চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা পৃথক গ্রুপ গঠন করে দলীয় কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। স্থানীয়দের দাবি উভয় গ্রুপের পেছনে আওয়ামী লীগ–সম্পৃক্ত প্রভাবশালী ব্যক্তিরাও ভূমিকা রাখছেন।
আলোকবালীতে দু’পক্ষের সংঘর্ষে গত দেড় মাসে তিনজন নিহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর মুরাদনগর গ্রামে সংঘর্ষে বিএনপি কর্মী ইদন মিয়া (৫৫) নিহত হন এবং ১০ জন গুলিবিদ্ধ হন। ১৯ সেপ্টেম্বর বীরগাঁও গ্রামে ফেরদৌসী বেগম (৪৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনার পর কাইয়ুম মিয়ার সমর্থকরা বাখরনগর, মুরাদনগর, বকশালীপুর ও বীরগাঁও গ্রাম থেকে এলাকা ছাড়া হন। ২৯ সেপ্টেম্বর চারটি গ্রাম পুনর্দখলে যাওয়ার সময় দু’পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া (৪২) নিহত হন এবং অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।
এছাড়া গত মঙ্গলবার (৪ নভেম্বর) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে কুপিয়ে জখম করা হয়।
সহিংসতার ধারাবাহিকতায় বকশালীপুর গ্রামের কামাল মিয়ার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ৫টি মামলা হয়েছে এবং কমপক্ষে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত
- রায়পুরায় দুই ভাইকে হত্যা: আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেপ্তার
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত
- রায়পুরায় দুই ভাইকে হত্যা: আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেপ্তার
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
- রায়পুরায় স্কুল শিক্ষিকাকে আবেগঘন বিদায় দিল গ্রামবাসী
- জিতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়