ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪

২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ এএম


ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৪
সংগৃহিত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশে সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। এরপর তা গড়াতে গড়াতে নদীতে গিয়ে পড়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শ্রীউইজয়া কোম্পানির যাত্রী বোঝাই বাসটি ডেম্পোর টেঙ্গা জেলায় যাচ্ছিল, যা সুমাত্রার পগরলম মধ্যে অবস্থিত। পগরলম পুলিশের মুখপাত্র জানিয়েছে , ‘বাসটি ৫০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে যায়। গড়াতে গড়াতে যাত্রী বোঝাই বাস নদীতে গিয়ে থামে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে কংক্রিটের রোড ব্যারিয়রে ধাক্কা খায়। তারপর খাদে গড়িয়ে পড়ে। যারা বেঁচে রয়েছেন তাদের পগরলমের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় রোড সেফটি পরিকাঠামো খুবই খারাপ। প্রায়ই সেদেশে বড় দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে সড়কে দুর্ঘটনায় ২১ জন মারা যান।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও