ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতা জারি!

০৪ জানুয়ারি ২০২০, ০২:১৬ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০১:৪৫ এএম


ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতা জারি!

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের বিদ্যমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরাকে বসবাসরত সব বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া যেখানে-সেখানে যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগ এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের কনস্যুলার সেবা দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বাংলাদেশ দূতাবাস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি।

এই হামলার পর শুক্রবার বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশিদেরও সতর্ক করলো দূতাবাস।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও