সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে সৌদিতে ৫ জনের মৃত্যুদণ্ড
২৪ ডিসেম্বর ২০১৯, ০৫:০৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ এএম

টাইমস আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে বহুল আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সৌদি আরবের রিয়াদের অপরাধ আদালত গত বছর ইস্তাম্বুলে খাশোগি হত্যার ঘটনায় এই রায় প্রদান করে। দেশের পাবলিক প্রসিকিউটর সংবাদ সম্মেলনে রায় সম্পর্কে জানানোর সময় খাশোগির পরিবারের সদস্য এবং তুরস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে সেখানে দণ্ডপ্রাপ্তদের নাম বলা হয়নি।
এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গোপনীয়তার মধ্যে বিচার কার্যক্রম চলায় এটি আন্তর্জাতিক মান পূরণ করেনি এবং সৌদি কর্তৃপক্ষ সত্যিকারের বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করেছে।
সৌদি সরকারের সমালোচক ৫৯ বছরের খাশোগি গত বছর ২ অক্টোবর দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তিনি আর বের হননি। পরে জানা যায় সৌদির পাঠানো একদল এজেন্টের হাতে কনস্যুলেটের ভেতর তিনি খুন হয়েছেন।
সারাবিশ্বে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সৌদি সরকার। যুবরাজ সালমানের বিরুদ্ধেও তদন্ত চালানোর দাবি ওঠে সে সময়। যদিও এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছিলেন তিনি। কিন্তু গেল অক্টোবরে হত্যাকাণ্ডে সরকারের লোকজন জড়িত ছিল বলে এর দায় স্বীকার করেন সালমান।
দেশটির পাবলিক প্রসিকিউটর এর আগে বলেছিলেন, একটি বাজে অপারেশনের কারণে ১১ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। আরেকজন ডেপুটি প্রসিকিউটর গত বছরের নভেম্বরে বলেন, একটি দলকে সৌদি সরকার পাঠিয়েছিল খাশোগিকে বুঝিয়ে দেশে ফেরাতে। সেভাবে না পারলে জোর করে আনারও নির্দেশ দেয়া হয়েছিল। হত্যাকাণ্ডের বিষয়ে জানতেন না বাদশাহ সালমান।
ইস্তাম্বুলে কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যার পর তার মৃতদেহ টুকরা টুকরা করে কনস্যুলেট ভবন থেকে সরিয়ে ফেলা হয় বলে খবর প্রকাশিত হয়। তার দেহাবশেষ আর খুঁজে পাওয়া যায়নি।
জাতিসংঘসহ আন্তর্জাতিক চাপের মুখে সন্দেহভাজন ২৯ জনের তদন্ত শুরু করে ১৮ জনকে গ্রেপ্তার করে সৌদি সরকার। সালমানের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত একজনসহ চাকরিচ্যুত করা হয় পাঁচ সরকারি কর্মকর্তাকে। শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে ১১ জনের বিরুদ্ধে বিচার শুরু হয় রিয়াদের অপরাধ আদালতে। ধারণ করা হচ্ছে, সরকারি ওই পাঁচ কর্মকর্তাই সর্বোচ্চ শাস্তি পেয়ে থাকতে পারে।
বিভাগ : বিশ্ব
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার
- চাঁদাবাজির অভিযোগে আটক দুইজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা
- নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর গণসংযোগ
- আলোকবালীতে ফের দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
- দূর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহবান খায়রুল কবির খোকনের
- হাসপাতালে ভাংচুর ডাক্তার-নার্স ও কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
- আ.লীগ বন্ধু সেজে হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে :ড. মঈন খান
- শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারী নিহত