লাহোরে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু

১২ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫০ এএম


লাহোরে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু

টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের লাহোরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে শতাধিক আইনজীবী। কয়েক ঘন্টা ধরে চলা এ তাণ্ডবে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এক খবরে বলা হয়, চিকিৎসকদের হাতে এক আইনজীবী নিগৃহীত হওয়ার অভিযোগে হাসপাতালে হামলা চালায় আইনজীবীরা। ওই আইনজীবীকে পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার এর প্রতিশোধ নিতে আইনজীবীরা হাসপাতালে চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

লাহোরের পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন, বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের জানালা, দরজাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ গুলি ছুড়েছে বলেও অভিযোগ করেছেন হাসপাতালের এক চিকিৎসক। কয়েকঘন্টা ধরে বিপর্যয়কর পরিস্থিতির কারণে হাসপাতালে অনেক রোগীই ধরে আসতে পারেনি। তাদের তাণ্ডবে ডাক্তার, নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটের রোগীদেরকে রেখেও পালাতে বাধ্য হয়েছে।

পরে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আইনজীবীকেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


বিভাগ : বিশ্ব