করোনাভাইরাস আতঙ্ক: বাতিলের সম্ভাবনায় অলিম্পিক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২১ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক:
চীন আক্রান্ত হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কে বাতিল হয়ে যেতে পারে ২০২০ টোকিও অলিম্পিক। এ নিয়ে বহুদিন আগে থেকেই শঙ্কা জেগেছিল। ইভেন্টটি অন্য কোথাও আয়োজন বা পিছিয়ে নেয়ার বিকল্প চিন্তাও ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা। স্থগিত বা অন্য কোথাও নয় বরং বাতিলই হতে পারে আগামী জুলাইয়ে জাপানের টোকিওতে হতে যাওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ক্রীড়া আসরটি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ডিক পাউন্ড জানিয়েছেন, যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক আয়োজন বিপজ্জনক মনে করা হয়, তবে আয়োজকরা সম্ভবত স্থগিত বা স্থানান্তরের চিন্তা বাদ দিয়ে ইভেন্টটি বাতিলই করতে পারেন। আইওসির ‘যদি এই রোগটি এতটাই বিপজ্জনক থাকে, তাহলে অলিম্পিক সরাসরি বাতিলই করতে হবে। কারণ এটা আয়োজনের জন্য অনেক কিছু আমাদের পক্ষে যেতে হবে। অ্যাথলেটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার দাবার, হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা; এসব ঠিক না হলে বাতিলই করতে হবে।’
আগামী ২৪ জুলাই টোকিওতে শুরু হওয়ার কথা অলিম্পিকের এবারের আসর। বিভিন্ন দেশ থেকে ১১ হাজারের মতো অ্যাথলেট অংশ নেবেন সেখানে।
বিভাগ : খেলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ