এসএ গেমস: ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
০৭ ডিসেম্বর ২০১৯, ০৪:১১ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
ফেবারিট হিসেবে সাউথ এশিয়ান গেমস খেলতে গিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শনিবার (৭ নভেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানের ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। ম্যাচটি নেপাল জাতীয় দলের বিপক্ষে বলেই কিছুটা লড়াইয়ের আশা ছিল সকলের। সেই সম্ভাবনাও জাগিয়েছিল দক্ষিণ এশিয়ান গেমসের স্বাগতিক দল। তবে পরশ খাড়কা ও কারান কেসিদের নিয়ন্ত্রিত বোলিং সামলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। পরে বোলারদের দাপুটে পারফরম্যান্সে সহজ জয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩, তিন ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট সমান ৬।
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে শনিবার নেপালকে ৪৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগে ব্যাট করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ তোলে ১৫৫ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেপাল তোলে ১১১ রান। অপরাজিত ৭৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন শান্ত।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরুতেই কাঁপিয়ে দেন নেপালের অভিজ্ঞ অলরাউন্ডার পরশ। নিজের প্রথম দুই ওভারে তিনি ফেরান মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও সাইফ হাসানকে। স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৬ রান। চতুর্থ উইকেটে ইয়াসির আলির সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা কাটিয়ে ওঠেন অধিনায়ক শান্ত। ১৪ রান করে অবিনাশ বোহারার বলে ইয়াসির ফিরলে ভাঙে জুটি। পঞ্চম উইকেটে সেরা জুটি পায় বাংলাদেশ। আফিফ হোসেনকে নিয়ে ৫৬ বলে স্কোরবোর্ডে ৯৪ রান যোগ করেন শান্ত। পাওয়ান সারাফকে ছক্কা মেরে ৪৫ বলে ফিফটিতে পৌঁছান শান্ত।
অন্যপ্রান্তে আফিফ ছিলেন দারুণ আগ্রাসী। তার দুই চার ও এক ছক্কায় বোহারার এক ওভার থেকেই আসে ২০ রান। কারান কেসির বলে নেওয়া ডাবলে মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। শেষ ওভারে দীপেন্দ্র সিং আইরির বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৬ টি চার ও এক ছক্কায় ৫২ রান করেন আফিফ। ৬০ বলে চারটি করে চার ও ছক্কায় শান্ত অপরাজিত থাকেন ৭৫ রানে।
৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে নেপালের সফলতম বোলার খাড়কা।
রান তাড়ায় নেপাল ১৪ রানের মধ্যে হারায় ৩ উইকেট। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম টানা ২ বলে তুলে নেন পরশ ও পাওয়ানকে। পরের ওভারে পেসার সুমন খান ফেরান আরিফ শেখকে। একপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। চতুর্থ উইকেটে আইরির সাথে ৩২ ও পঞ্চম উইকেটে রোহিত পাউদেলের সাথে ২০ রানের ইনিংসকে দলকে টানেন তিনি। তবে রান তোলার গতি ছিল বেশ শ্লথ। ১৬ রান করে সৌম্যর বলে আউট হন আইরি। টানা দুই ওভারে রোহিত ও বিনোদ ভান্ডারিকে ফেরান মেহেদি হাসান। কারান কেসি ও সুশান ভারিও দ্রুত ফিরলে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় নেপাল। ৪৩ বলে ৩ টি চার ও ১ ছক্কায় ৪৩ রান করে সৌম্যর বলে আউট হন জ্ঞানেন্দ্র। তানভীর ও মেহেদির পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন সৌম্য এবং সুমন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৫৫/৬ (নাঈম শেখ ৬, সৌম্য ৬, শান্ত ৭৫*, সাইফ ০, ইয়াসির ১৪, আফিফ ৫২, অঙ্কন ০, মেহেদি ০*; কারান ৪-০-৩০-০, খাড়কা ৪-০-১৫-৩, সারাফ ৩-০-৩২-০, বোহারা ৩-০-৩০-১, ভারি ২-০-১৫-০, আইরি ৪-০-৩১-২)
নেপাল: ২০ ওভারে ১১১/৯ (খাড়কা ৯, মাল্লা ৪৩, সারাফ ০, আরিফ ০, আইরি ১৬, পাউদেল ৮, ভান্ডারি ৩, কারান ১, ভারি ২, বোহারা ১৩*, রাজবংশী ৫*; হাসান ৪-০-১৯-০, সুমন ৪-১-২১-২, তানভীর ৪-০-২০-২, সৌম্য ৪-০-২০-২, মেহেদি ৪-০-৩০-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৪৪ রানে জয়ী। ম্যান অফ দি ম্যাচ: নাজমুল হোসেন শান্ত
বিভাগ : খেলা
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন