শিবপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৭ মার্চ ২০২০, ০৮:৪২ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম


শিবপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুর থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ মার্চ) বিকালে শিবপুর থানার কারারচর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-(১) মোঃ শফিকুল ইসলাম @ শফিক (৩৫),পিতামৃত-জালাল উদ্দিন, সাং-বাসাইল, থানা ও জেলা-নরসিংদী, বর্তমান সাং-চরবদ্দী (পুটিয়া), থানা-শিবপুর, জেলা-নরসিংদী, (২) মোছাঃ প্রিয়া (৩৮), স্বামী-মোঃ ইমন, পিতামৃত-আওয়াল সরদার, সাং-সাটিরপাড়া, থানা ও জেলা-নরসিংদী।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গ্রেফতারকৃত দুই আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও  নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়  অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের দখল হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী শফিকুলের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মাদক মামলা আছে।