শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

০৫ মার্চ ২০২০, ০৪:৪৭ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০২ পিএম


শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

শিবপুর প্রতিনিধি:

নরসিংদী শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে সমাবেশ করে।

শিবপুর উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী র্কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ খান, শিবপুর সহকারি কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, শিবপুর উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রোকসানা বিলকিস প্রমুখ।



এই বিভাগের আরও