শিবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ মোনাজাত

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম


শিবপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর শিবপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ মোনাজাতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি বাবুল মৈশান, সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, মৎস্যজীবী দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।