বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি : ড. আব্দুল মঈন খান

০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম


বেগম জিয়া অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি : ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি একজন আপসহীন নেত্রী। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে রয়েছেন। তিনি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পলাশ বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মঈন আরও খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমি মানুষটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। মঈন খান দেশের সকল মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চান।

ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম.এ ছাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়া দেওয়া হয়।