শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম


শিবপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট এন্ড অপ টিমাল ইউজেস অফ রেমিট্যান্স শীর্ষক প্রকল্পের (knowledge sharing seminar official/ stakeholder) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ সচিব মোহাম্মদ ইমরান আহমেদ, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড নরসিংদীর সহকারী পরিচালক মোঃ আমিনুল হক।

সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রবাস ফেরত, অভিবাসী পরিবারের সদস্যসহ মোট ৭০ জন অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য বর্তমান আয়ের একটি অংশ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, প্রবাসী সন্তানদের এসএসসি ও এইচএসসিতে A+ প্রাপ্তদের দুই বছর পর্যন্ত উপবৃত্তি, বীমা সুবিধা, বিদেশ ফেরত, প্রবাসে মারা গেলে লাশের সাথে নগদ অর্থ প্রদান, প্রবাসীদের পরিবার আর্থিক সংকটে পড়লে সহযোগিতা করণসহ বিভিন্ন প্রকার সুবিধা নিয়ে আলোচনা করা হয়।



এই বিভাগের আরও