মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ এএম


মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম আরিফুল হাসান:

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হওয়ায়  সুস্থতা কামনায় দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর পুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে পুটিয়া বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহ‌ফি‌লে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শিবপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সিনিয়র সহ-সভাপ‌তি খন্দকার ম‌তিউর রহমান মাতেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য মাজহারুল হক টিটু, সদস্য আকতার খাবির চৌধুরী, পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার ও জাকির হোসেন মোল্লা, পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ডাঃ বাচ্চু মোল্লা, সদস্য তোফায়েল আহমেদ, সদস্য আসাদুল্লাহ ফকির, সদস্য শাহীন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ।



এই বিভাগের আরও