প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দাবিতে শিবপুরে স্মারকলিপি প্রদান

১৯ আগস্ট ২০২৪, ১২:০২ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম


প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দাবিতে শিবপুরে স্মারকলিপি প্রদান

শেখ মানিক:
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, বীরমুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি নির্মাণে পুণরায় তালিকা প্রণয়ন, অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ চালু করণসহ বিভিন্ন দাবীতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেদীরছেন নরসিং শিবপুর উপজেলার অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধা। সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারের নেতৃত্বে ইউএনও শাহ্ মো: সজীবের কাছে স্মারকলিপি দেন বীরমুক্তিযোদ্ধাগণ। এসময় ইউএনও শাহ মো: সজীব মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী করে দেওয়া স্মারকলিপি দ্রুত সচিব বরাবর পাঠানো হবে বলে জানান এবং ইউএনও তার এখতিয়ারে যেসকল দাবী দাওয়া করা হয়েছে তা দ্রুত পূরণের আশ্বাস দিয়েছেন।


স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মুরুদল হালিম খান, সোহরাব হোসেন, খোরশেদ আলম, নইম উদ্দিন, নূরুল হক, মরতুজা মিয়া, মোঃ শরিফসহ অর্ধশত বীরমুক্তিযোদ্ধাগণ।

পরে বীরমুক্তিযোদ্ধাগণ তাদের বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত ব্যানার নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালি করেন। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার।

বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার বলেন, আমরা বিগত সময়ে দেখেছি বহু ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে। তারা সরকারের সুযোগসুবিধা ভোগ করছেন। এতে প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমানিত বলে আমরা মনে করি। ফলে অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনঃ তালিকা করার জন্য সচিব সরাবর স্মারকলিপি দিয়েছি।



এই বিভাগের আরও