শিবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম


শিবপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোমেন খান:
নরসিংদীর শিবপুর মডেল থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় শিবপুর মডেল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ মো: সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ প্রমুখ।


উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, ইউপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিবপুর উপজেলায় এ বছর ৭১টি পূজা মণ্ডপে দুর্গোৎসব হবে। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।



এই বিভাগের আরও