বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়: ড. আব্দুল মঈন খান
১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৭:৩০ এএম

নিজস্ব প্রতিবেদক:
দ্রুত অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়। অনেকে সেটার অপব্যব্যাখ্যা করেন। বিগত ১৫ বছরে স্বৈরশাসকের আমলে নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্যই বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে।
তিনি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে তাঁর পিতা সাবেক খাদ্য মন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, সেকারণে আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণ যাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে সে ই জনগণের সত্যিকার প্রতিনিধি হবে। ডামি, ভুয়া এমপি দিয়ে, দিনের ভোট রাতে করে, জোর করে ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না।
ড. আব্দুল মঈন খান আরও বলেন, স্বৈরাচারেরা যদি মনে করে পুণরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র-জনতার শক্তির কাছে এমন কোন শক্তি নাই, যাতে তারা পুণরায় ফিরে আসতে পারে।
জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারো যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মত সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে।
এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারসহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ