১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি : ড. আব্দুল মঈন খান

০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম


১৫ বছরের তৈরিকৃত সিলেবাস কাজে লাগেনি : ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যেই শিক্ষা দেয়া হয়েছে, সেটি কাজে লাগেনি। ৫ আগস্ট সব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৪ এর ৫ আগস্ট ছাড়াও এর আগে ছাত্র জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামে বারবার, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামবে। তবে, তাদের মূল কাজ ভুলে গেলে চলবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। জাতীর প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছো সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে তাদের। এসময় তিনি বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান করেন।  

আব্দুল মঈন খান আরও বলেন, বিগত সরকার পাঠ্য পুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত তরে ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ই আগস্টে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙ্গার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র-শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙ্গে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতন কারাগারে ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুণরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি এম এ ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন,  সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান টিপু,  সাংগঠনিক সম্পাদক আবু বকর, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার প্রমুখ।



এই বিভাগের আরও