নরসিংদী জেলাজুড়ে কাঁচা বাজার ও জরুরি সেবা ছাড়া সব বন্ধ ঘোষণা

২৪ মার্চ ২০২০, ০৮:০৮ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম


নরসিংদী জেলাজুড়ে কাঁচা বাজার ও জরুরি সেবা ছাড়া সব বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নরসিংদী জেলাবাসীর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় জরুরি সেবা ছাড়া জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) এক  গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাঁচা বাজার, ফার্মেসী, খাবার, হাসপাতাল এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া জেলার সকল শপিং মল, দোকানপাট, রাস্তার পাশের চায়ের দোকান, সেলুন, হোটেল, রেস্টুরেন্টসহ ইত্যাদি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া প্রদান করা হলো।

এছাড়া জেলার সকল সাপ্তাহিক বাজার ও গবাদি পশুর হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্য করলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।



এই বিভাগের আরও