করোনাভাইরাস: নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ২০ জন

১৬ মার্চ ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৫০ এএম


করোনাভাইরাস: নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে ২০ জন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সোমবার (১৬ মার্চ) নতুন করে বিদেশ ফেরত আরও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে এক নারীসহ ৪ জন ও রায়পুরায় ১ জন। নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।


সিভিল সার্জন জানান, নরসিংদীতে এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত হয়নি। যারাই বিদেশ থেকে দেশে ফিরছেন তাদেরকে স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দুই সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সোমবার (১৬ মার্চ) দুপুর পর্যন্ত ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে নরসিংদী সদরে ৭ জন, পলাশ উপজেলায় ৩ জন, শিবপুর উপজেলায় ৩ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও রায়পুরা উপজেলায় ৫ জন। এরা সবাই ইতালী, সৌদী আরব, দক্ষিণ কোরিয়া, দুবাই ও সিঙ্গাপুর ফেরত। তারা বিগত ১০/১২ দিনের মধ্যে দেশে এসেছেন।



এই বিভাগের আরও