নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে আরও ২ জন

১২ মার্চ ২০২০, ০৫:৫৬ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০১:২২ পিএম


নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে আরও ২ জন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে আর দুইজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে নরসিংদী সদরে ১ জন ও পলাশ উপজেলায় ১ জন। তাদেরকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এ নিয়ে এ (বৃহস্পতিবার বিকাল) পর্যন্ত ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হলো। তারা সবাই সাম্প্রতিক সময়ে প্রবাস থেকে দেশে ফিরেছেন। তবে এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, করোনাভাইরাস বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখা হবে। এছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।



এই বিভাগের আরও