নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

১৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম


নরসিংদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৪৮তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পালন করছে বিভিন্ন অনুষ্ঠান। প্রতুষ্যে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।


সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮টায় মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এছাড়া সপ্তাহব্যাপী আয়োজনে ১৬ ডিসেম্বর ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করবে নরসিংদীবাসী।



এই বিভাগের আরও