নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮ পিএম | আপডেট: ০৪ মে ২০২৪, ০২:১১ পিএম


নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে শহীদদের স্মরণে ১৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় শহরের উপজেলা মোড় হতে জেলখানা মোড় পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


এতে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সেক্টর কমান্ডার ফোরমের সভাপতি আবদুল মোতালিব পাঠান, সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. আলী হোসেন শিশিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিকে নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. কামরুজ্জামান।



এই বিভাগের আরও