বার্সেলোনার সেরা পাঁচ কফিশপ

১৭ ডিসেম্বর ২০১৭, ০৫:৪২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম


বার্সেলোনার সেরা পাঁচ কফিশপ
নিজস্ব প্রতিবেদক স্পেনের বার্সেলোনায় এমনিতেই কফির দোকানের ছড়াছড়ি। কাতালান ও স্প্যানিশরা কফির বেশ ভক্ত। গ্র্যাসিয়া, এল রাভাল ও এল বর্ন এলাকায় পাবেন বার্সেলোনার সেরা কফিশপগুলো। পর্যটক ও বার্সেলোনার অধিবাসীদের ভিড়ে সবসময় জমজমাট থাকে এ দিককার কফির দোকান। বার্সেলোনায় সবচেয়ে বেশি যে কফিটা পাওয়া যায় সেটা হলোক্যাফে সলো। ছোট্ট একটি কাপে এসপ্রেসো এই কফি পরিবেশন করা হয়। এ ছাড়া আকোরতাদো কফিও বেশ জনপ্রিয়। মাকিতোর আলাদা একটি  সংস্করণ এটি। তবে আমেরিকান স্বাদের কফি সব জায়গাতেই পাবেন সবসময়। ট্রাভেল অ্যান্ড লেইজারের বর্ণনা অনুযায়ী বার্সেলোনার সেরা পাঁচটি কফিশপ ১. ক্যাফে সালামবো গ্রেসিয়াতে রয়েছে এই কফিশপ। সিটি সেন্টার থেকে মাত্র ১০ মিনিট দূরত্বে অবস্থিত এই ক্যাফেতে দুপুরের খাবারও পাবেন। তবে সকালবেলার নাস্তার সাথে কফি চাইলে ওদিকটায় না যাওয়াই ভালো। কারণ দুপুরে খোলা হয় ক্যাফেটি। চলে রাত অবধি। ২. ক্যাশিতোস ক্যাশিতোসে পাবেন বার্সেলোনার আদি ঐতিহ্যের আবহ। এই দোকানের মালিক নিজেও একসময় কফিশপে চাকরি করেছেন। কিন্তু নিজের মতো ছোট একটি কফিশপ করার স্বপ্ন নিয়ে ক্যাশিতোসকে নিয়ে যাত্রা শুরু করেন। কফির সাথে এখানে পাবেন মজাদার সব পেস্ট্রি। পরিবার-বান্ধব পরিবেশ রয়েছে ক্যাফেটিতে। চাইলে দল বেধে সেখানে যেতে পারেন। যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে যান তাহলে ক্যাশিতোসে  যাওয়াটাই ভালো হবে। ৩. কায়েলুম বার্সেলোনায় যখন যাবেনই তখন কায়েলুমে না যাওয়াটা বোকামি হবে। স্পেনের প্রায় সব জায়গায় তৈরি পেস্ট্রি পাওয়া যাবে এই কফিশপে। আরেকটা ব্যাপার পাবেন, কায়েলুমের পরিবেশটা বেশ নিরিবিলি। কফির কাপে নস্টালজিয়া ভর করার জন্য যথেষ্ট। এল গোতিকের সবচেয়ে সুন্দর এলাকায় অবস্থিত কায়েলুম। ৪. মেসন দেল ক্যাফে এখানকার কফির চেয়ে বার বেশি বিখ্যাত। ১৯০৯ সালে বারটি স্থাপন করা হয়েছিল। এখানে পয়সা একটু বেশি খরচ হলেও সেটা ঠিকই উসুল হবে। মজাদার পেস্ট্রিও পাবেন এখানে। কিন্তু মেসন দেল ক্যাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর সাজসজ্জা। বিশ শতকের শুরুর দিককার ইন্টেরিয়র, যেটা স্পেনে এখন বেশ বিরল। ৫. ক্যাফে এল ম্যাগনিফিকো বার্সেলোনার সেরা কফিগুলোর মধ্যে অন্যতম ক্যাফে এল ম্যাগনিফিকো। আগে বিভিন্ন বার ও কপিশপে কফি সরবরাহ করত এরা। এখন নিজেরাই দোকান খুলে বসেছে। কফির পেয়ালা হাতে নিয়ে এল বর্নের রাস্তায় নেমে যেতে পারেন। ভালোই লাগবে কফি এবং বার্সেলোনা।


এই বিভাগের আরও