মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ

১১ ডিসেম্বর ২০১৭, ০৭:০৬ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম


মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ
নিজস্ব প্রতিবেদক ॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। এ বছর এসব কর্মসূচীর মধ্যে রয়েছে ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে (পুরাতন) আলোচনা সভা। ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় শহীদ বুদ্দিজীবীদের স্মরণে জেলা শিল্পকলা একাডেমীতে (নতুন) আলোচনা সভা। একই দিন সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত নরসিংদী জেলা শহরসহ সকল উপজেলায় একযোগে প্রদীপ প্রজ্বলন। ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমীর নতুন ভবনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশু একাডেমী, নরসিংদী কর্তৃক চিত্রাংকন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৬টা ৪০ মিনিটে মুসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ৮টায় মুসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ। বেলা ১১টায় পাঁচদোনার ঝংকার সিনেমা হলে ছাত্রছাত্রীদের জন্য প্রদর্শন করা হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও খেলাধুলার আয়োজন। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে (পুরাতন) অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বাদ জোহর এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনমত সৃষ্টির জন্য মোনাজাত ও প্রার্থনা। বিকাল ৩টায় নরসিংদী আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান। এদিকে বিকাল ৩টায় মুসলেহ উদ্দিন ভূইঁয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমীতে (নতুন) অনুষ্ঠিত হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক সেমিনার এবং সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় বাধনহারা থিয়েটার স্কুলে শুরু হবে মাসব্যাপী নাট্য উৎসব। পরদিন ১৭ ডিসেম্বর সকাল ৮টায় মাধবদীতে অনুষ্ঠিত হবে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


এই বিভাগের আরও