পলাশের এক বাড়িতে তান্ডব চালিয়ে লুটপাটের অভিযোগ
১১ ডিসেম্বর ২০১৭, ০৮:০৭ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৫ এএম

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশের একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় নারীদের শ্লীলতাহানি করে দুই লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর এলাকার রকিব মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পলাশ থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। এই হামলায় নারী-পুরুষ ও বৃদ্ধাসহ ছয়জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় গজারিয়ার কাঁঠালতলা বাজারে রাকিব মিয়ার ছেলে নাসির উদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি হয় ইসমাইলের। একপর্যায়ে ইসমাইল নাসিরকে দেখে নেওয়ার হুমকি দেন। শুক্রবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধান করার আশ্বাস দেন। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে গজারিয়া এলাকার ইসমাইল, সোহেল, হাসান, আনিসের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরদের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয় মূল্যবান জিনিপত্রে। এ সময় বাড়ির লোকজন তাদের বাধা দিতে এলে পিটিয়ে আহত করা হয়। দুই লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হামলায় আহতরা হলেন মনোয়ারা বেগম, নাসির উদ্দিন, মোশারফ, সুজন, আনোয়ার ও দিলরুবা।
বৃদ্ধা মনোয়ার বেগম বলেন, ‘আমি ধানের জমিতে কাজ করছিলাম। এ সময় দেখি প্রায় ২০ জনের মতো ছেলেপেলে হাতে নানা ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে আসছে। আমি তাদের বাধা দিতে দৌড়ে বাড়িতে আসি। এ সময় তারা আমাকে মারধর শুরু করে। তারা যাকে সামনে পাচ্ছিল তাকেই মারছিল। তারা বাড়িঘরের ভেতর ব্যাপক ভাঙচুর করে। ঘরের ভেতর থাকা মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশাও ভাঙচুর করে তারা।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- নরসিংদী বড় বাজারে টেইলার্সে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা
- পলাশে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা: তিনজন গ্রেপ্তার
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
এই বিভাগের আরও