পলাশে ৪ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু

১৮ জুলাই ২০১৯, ০৫:৫১ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম


পলাশে ৪ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু

পলাশ প্রতিনিধি ॥
‘পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে ৪ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ জুলাই) ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব মো. শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী, উপজেলা কৃষি অফিসার মো. আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা প্রেসকাবের সভাপতি এস.এম শফি প্রমূখ।



এই বিভাগের আরও