মনোহরদীতে মাদকদ্রব্যসহ পুলিশের এস,আই গ্রেপ্তার
০৯ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৪ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১০:১৩ পিএম
মনোহরদীতে মাদকদ্রব্যসহ পুলিশের এক এস.আইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ২৯ নভেম্বর বুধবার বিকেলে মনোহরদী উপজেলার মাষ্টার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সৈয়দ জহুরুল হক বাবলু মনোহরদী উপজেলার চন্দনবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ বোতল ফেন্সিডিল, নগদ ৪৫ হাজার টাকা ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মনোহরদীর উপজেলার মাষ্টার বাড়ি বাজার এলাকা থেকে মাদকের একটি চালান চরমান্দালিয়া গ্রামের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাষ্টার বাড়ি বাজার এলাকায় অভিযান চালায়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি মোটর সাইকেলের ২ আরোহীকে গাড়ী থামানোর সংকেত প্রদান করে গোয়েন্দা পুলিশ। এসময় মোটরসাইকেল আরোহীরা পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা সদস্যরা তাদের ধাওয়া করেন। পরে পুলিশ চরমান্দালিয়া ব্রীজের উপরে ব্যারিকেড সৃষ্টি করলে একজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। মোটরসাইকেল চালক সৈয়দ জহুরুল হক ভূঁইয়া বাবলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্যান্টের ডান পকেট থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট, বাম পকেট থেকে নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যাগ থেকে ২৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃত বাবলু নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছেড়ে দেয়ার দাবী জানায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
আটককৃত বাবলুকে গত ২ ডিসেম্বর শনিবার নরসিংদীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথ এর আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত বাবলু দীর্ঘদিন পেশার অন্তরালে থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার এস আই (উপ-পরিদর্শক) বলে দাবী করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- ‘রায়পুরা ম্যারাথনে' অংশ নিলেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ
- সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা দোকানে কিনতে পাওয়া যায় না :স্থানীয় সরকার উপদেষ্টা
- আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি :খায়রুল কবির খোকন
- নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন
- নরসিংদীতে পোল্ট্রি খামারীদের মতবিনিময়, যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবি
- মনোহরদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত খালা
- "নিরাপদ অভিবাসনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা
- ঘোড়াশালে ব্রীজের কাজ করার সময় ট্রেনে কাটাপড়ে শ্রমিক নিহত
- শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও কারা বরণকারীদের সংবর্ধনা
- বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে : আশরাফ উদ্দিন বকুল
- ‘রায়পুরা ম্যারাথনে' অংশ নিলেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ
- সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা দোকানে কিনতে পাওয়া যায় না :স্থানীয় সরকার উপদেষ্টা
- আওয়ামী দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি :খায়রুল কবির খোকন
- নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন
- নরসিংদীতে পোল্ট্রি খামারীদের মতবিনিময়, যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবি
- মনোহরদীতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, আহত খালা
- "নিরাপদ অভিবাসনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা" শীর্ষক আলোচনা সভা
- ঘোড়াশালে ব্রীজের কাজ করার সময় ট্রেনে কাটাপড়ে শ্রমিক নিহত
- শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও কারা বরণকারীদের সংবর্ধনা
- বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে : আশরাফ উদ্দিন বকুল
এই বিভাগের আরও