হঠাৎ গেইলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি কেন!

০৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৫ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম


হঠাৎ গেইলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি কেন!
নানা কারণে আলোচিত তিনি। খেলার জন্য যতটা নয়, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন মাঠের বাইরের ঘটনার জন্য। বলা হচ্ছে, ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইলের কথা। এবার নতুন করে আলোচনায় এসেছেন মাথায় টুপি ও পাঞ্জাবি পরে একটি ছবি পোস্ট করে। গেইলের এই ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, আফ্রিকার মুসলমানদের মতো পোশাক পরে দাঁড়িয়ে আছেন ক্রিস গেইল। মাথায় রয়েছে টুপি, হাত দিয়ে বানিয়েছেন 'লাভ সাইন'। আর ছবির নিচে গেইল লিখেছেন, 'পবিত্র ভালোবাসা’। [caption id="attachment_1647" align="alignnone" width="650"] ছবি: সংগৃহীত[/caption] গেইলের এই ছবি দেখেই আলোচনাটা শুরু হয়ে গেছে, তাহলে কি  ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গেইল? এর সত্যতা জানা না গেলেও এর আগেও একাধিকবার বিভিন্ন পোশাকে দেখা গেছে তাঁকে। এই কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে গেছেন গেইল। রংপুর রাইডার্সের শিরোপা জয়ে রেখেছেন মূল্যবান অবদান। দুটি শতক হাঁকিয়ে বেশ প্রশংসা কুড়িছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি এই ক্রিকেটার এই কদিন আগে আলোচনায় এসেছিলেন আইপিএলের নিলামে প্রথমে দল না পেয়ে। শেষ পর্যন্ত একটা দল পেয়েছেন বটে। কিন্তু তাঁর নামটা যেন দয়া করে উচ্চারণ করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তাঁর জন্য কোনো ডাকাডাকিও হয়নি আইপিএলের নিলামে। ভিত্তিমূল্য দুই কোটি রুপি দিয়েই গেইলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব। অবশ্য আইপিএলের নিলামের প্রথম দিন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দুই কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। এবারের আইপিএলে ক্রিস গেইলের চেয়েও বেশি দামি খেলোয়াড় হয়ে গেছেন মুস্তাফিজ। আগামী এপ্রিলে বসতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি।


এই বিভাগের আরও