তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা একসাথে বনভোজনে

০১ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ এএম


তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা একসাথে বনভোজনে
অনলাইন ডেস্ক [caption id="attachment_1626" align="alignnone" width="650"] ছবিঃ সংগৃহীত[/caption] তারার মেলা বনে। ঠিক বনে নয়। তবে যদি বলেন বনভোজনে, তাহলে বোধ হয় কথাটি ঠিক হয়। গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। সেখানে ঢাকাই চলচ্চিত্রের প্রায় সব তারাই ছিলেন উপস্থিত। উপস্থিত ছিলেন তিন তারকা বোন : সুচন্দা, ববিতা ও চম্পা। বনভোজনে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সুচন্দা বলেন, ‘প্রতিবছর বনভোজনের অপেক্ষায় থাকি। কারণ, এই দিন এলে আমাদের আপনজনদের সঙ্গে দেখা হয়। নতুন মুখ, পুরাতন মুখ, প্রিয় মুখ, আপন মুখগুলো দেখতে পাই। প্রিয়জনদের সঙ্গে দেখা করতে এখানে আসার জন্য মনটা উদগ্রীব হয়ে থাকে। অনেক ভালো লাগে এখানে এলে।’ চলচ্চিত্রাঙ্গনের আরেক উজ্জ্বল তারকা ববিতা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা তিন বোন সব জায়গায় একসঙ্গে বেড়াতে যাই। তবে পারিবারিক অনুষ্ঠানগুলোতে যেতে ভালো লাগে। আমি অনেক ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করি, এটাকে আমার পরিবার থেকে আলাদা করতে পারি না। বনভোজনে এসে মনে হয়েছে, আমরা পরিবারের মধ্যেই আছি। বেশ মজা করেছি।’ চম্পাও মনে করেন, চলচ্চিত্রের মানুষরা পরিবারেরই সদস্য। তাই তাঁর ভালো লাগে তাঁদের সঙ্গে সময় কাটাতে। চম্পা বলেন, ‘নাগরিক জীবনে আমাদের সবার ব্যস্ততা থাকে। আমাদের অস্বীকার করার উপায় নেই যে নাগরিক জীবনে বদ্ধপরিবেশ থাকে। কোথাও যেতে গেলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয়। সবকিছু ফেলে এমন একটি বনভোজন মনটা শান্ত করে দেয়। বনভোজনে এসে প্রিয় মুখগুলো মন ভালো করে দেয়। তা ছাড়া আমরা তিন বোন যেহেতু কাজ করছি কম, তাই আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আমি মনে করি, এই দিনটি গ্যাপ কমিয়ে মনের বন্ধনটা আরো শক্ত করে। সবাইকে দেখে সময় কাটিয়ে ভালো লাগল। ’


এই বিভাগের আরও