মেজবানির খাবার খেয়ে ৩১ মাদ্রাসাছাত্র অসুস্থ

২২ জানুয়ারি ২০১৮, ০৭:০৭ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম


মেজবানির খাবার খেয়ে ৩১ মাদ্রাসাছাত্র অসুস্থ
অনলাইন ডেস্ক [caption id="attachment_1529" align="alignnone" width="728"] ছবিঃসংগৃহীত[/caption] কুমিল্লার বরুড়া উপজেলায় মেজবানির খাবার খেয়ে ৩১ মাদ্রাসাছাত্র অসুস্থ পড়ে। রোববার রাতে তাদের বরুড়া উপজেলা ওরাইন হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদ্রাসাপ্রধান মাওলানা মারুফ বিল্লাহ জানান, দুপুরে এক ব্যক্তি মাদ্রাসায় মেজবানির খাবার পাঠায়। এশার নামাজের পর এ খাবার খেয়ে একে একে ৩১ মাদ্রাসাছাত্র অসুস্থ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নির্ঝর ভৌমিক বলেন, মাদ্রাসাছাত্ররা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। তবে ২৪ ঘণ্টা আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রোগীদের খোঁজখবর নেয়া হয়েছে।


এই বিভাগের আরও