নরসিংদীতে ৫ জনের করোনা শনাক্ত

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৪ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১২:১৯ এএম


নরসিংদীতে ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।  সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ২৫৬ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। অ্যান্টিজেন এর এই পরীক্ষায় ৫ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৭.৬৯ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন ও বেলাবতে ১ জন। 

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬০১৯ জন, রায়পুরাতে ৬০৮  জন, বেলাবোতে ৭২৫ জন, মনোহরদীতে ৮৮৩ জন , শিবপুরে ১৩৯৫ জন, পলাশে ১৬২৬ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৬২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩৯ জন। এরমধ্যে সন্দেহজনক রোগীর সংখ্যা ৩২ জন ও করোনা রোগী ৭ জন।

জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।

 



এই বিভাগের আরও