নরসিংদীতে একদিনে করোনায় আক্রান্ত ৩৩ জন

১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৮ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম


নরসিংদীতে একদিনে করোনায় আক্রান্ত ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ৭১ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯০ টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জন ও আরটিপিসিআর ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ১৩.৫৮ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, রায়পুরাতে ২ জন, বেলাবোতে ১, মনোহরদী ৩, শিবপুরে ৪ জন ও পলাশে ৫ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯১২ জন, রায়পুরাতে ৫৯৯ জন, বেলাবোতে ৭১০ জন, মনোহরদী ৮৬৯ জন, শিবপুরে ১৩৬৭ জন, পলাশে ১৬১৪ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ০২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি মোট কোভিড রোগীর সংখ্যা ৮ জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ৩৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫৬ জন।

এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।