নরসিংদীতে ৪৭ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

০৭ আগস্ট ২০২১, ০৭:২৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম


নরসিংদীতে ৪৭ জনের করোনা শনাক্ত, উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে, এই সময়ে একজন সন্দেহজনক করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৮ হাজার ৪৪১ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর ল্যাবে মোট ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা শনাক্ত হয় এবং ৬৯টি নমুনা পরীক্ষার ফল পেন্ডিং রয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৪ দশমিক ১০ শতাংশ।

শনাক্তদের মধ্যে সবাই সদর উপজেলার বাসিন্দা। পেন্ডিং থাকায় অন্যান্য উপজেলার ফল পাওয়া যায়নি।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৫৭৯ জন, শিবপুরে ৯৯৮ জন, পলাশে ১৩২১ জন, মনোহরদীতে ৫২৯ জন, বেলাবোতে ৫৪৩ জন ও রায়পুরাতে ৪৭১ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪১ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৫৫৮ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৪৮৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫, পলাশে ০৭, বেলাব ০৮, রায়পুরা ০৯, মনোহরদী ০৬ ও শিবপুরে ১০ জন।

 



এই বিভাগের আরও