নরসিংদীতে বিধি নিষেধ অমান্যে ৩০ মামলায় জরিমানা

২৭ জুলাই ২০২১, ০৮:০৩ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম


নরসিংদীতে বিধি নিষেধ অমান্যে ৩০ মামলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে চলমান লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন। এসময় বিধিনিষেধ অমান্য করায় ৬টি ভ্রাম্যমাণ আদালতে ৩০টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।



এই বিভাগের আরও