নরসিংদীতে একদিনে ২৪০ জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু

২৬ জুলাই ২০২১, ১১:৫৮ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ এএম


নরসিংদীতে একদিনে ২৪০ জনের করোনা শনাক্ত,  ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে আরও ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। সোমবার (২৬ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৩৩৫ জনে। মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৭০ জনে।


সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৩৪১ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৪০ দশমিক ৬০ শতাংশ।

শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১২১ জন, রায়পুরায় ১৮ জন, বেলাবতে ২৩ জন, মনোহরদীতে ৭জন, শিবপুরে ৩৮ জন ও পলাশে ৩৩ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭০০ জন, শিবপুরে ৬২৭ জন, পলাশে ১০৩৯ জন, মনোহরদীতে ৩০২ জন, বেলাবোতে ৩৩২ জন ও রায়পুরাতে ৩৩৫ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৫০৬ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৭৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৪৩৩ জন।


জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ০৬, বেলাব ০৭, রায়পুরা ০৯, মনোহরদী ০৫ ও শিবপুরে ০৯ জন।



এই বিভাগের আরও