নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, আরও ১৫ জন শনাক্ত

০৩ জুলাই ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৪, ১০:০৬ এএম


নরসিংদীতে করোনায় একজনের মৃত্যু, আরও ১৫ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালে মারা গেছেন একজন। শনিবার (৩ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৬৩২ জনে। মৃত্যুর সংখ্যা দাড়াল ৬৩ জনে।


সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আইপিএইচ এর পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, পলাশ উপজেলায় ৭ জন ও রায়পুরায় ২ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৭.৪ ভাগ।


এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৩৫ জন, শিবপুরে ৩৯৫জন, পলাশে ৭০০ জন, মনোহরদীতে ২৫৭ জন, বেলাবোতে ২০৮ জন, রায়পুরাতে ২৩৭ জন।


নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২৫ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৭৮ জন।


জেলায় নতুন একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। এরমধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।



এই বিভাগের আরও