নরসিংদীর বহিস্কৃত যুবদল নেতা চৌধূরী সুমন ষড়যন্ত্রের স্বীকার: দাবী সাবেক ছাত্রনেতাদের
০৯ মার্চ ২০২৫, ০৬:১৯ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০১:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের করা লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে বহিস্কার হওয়া নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধূরী সুমন ষড়যন্ত্রের স্বীকার বলে দাবী করেছেন নরসিংদীর সকল সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ। রোববার (৯ মার্চ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন জেলার প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান দায়িত্বরত ছাত্রদল নেতারা।
এসময় লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা একেএম গোলাম কবির কামাল বলেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন একজন পরীক্ষিত সাবেক ছাত্রনেতা। ছাত্রদল, যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সে সু-পরিচিত।
তিনি বলেন, সম্প্রতি আওয়ামীলীগের দোসররা পরিকল্পিতভাবে সুমনকে হেয় প্রতিপন্ন করতে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেন। মিথ্যা অভিযোগ করার ফলে কেন্দ্রীয়ভাবে তাকে যুবদলের শহরের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। মূলত স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক রেলওয়ে মসজিদের টাকার গড়মিল, স্টেশনে মাদকের আড্ডা, ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ত্যাগী নেতা সুমনকে বহিস্কার হতে হয়েছে। অতীতে সে আওয়ামী লীগের এমপি হিরুর স্বজনসহ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের সাথে আতাঁত করে রেলওয়ে স্টেশনে চাঁদা আদায়, টিকেট কালোবাজারিসহ অবৈধভাবে টাকা উপার্জনে জড়িত ছিল। বর্তমানে সে নিজেকে জিয়ার সৈনিক পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করাসহ নিজে বাঁচার চেষ্টা করছে। দ্রুত সময়ের মধ্যে স্টেশন মাস্টার এটিএম মুছাসহ আওয়ামী দোসরদেরকে স্টেশন থেকে প্রত্যাহার করার দাবি জানান তিনি। অন্যথায় জনতা আইন হাতে তুলে নিলে কেউ দায়ী থাকবে না বলে হুশিয়ারি দেন গোলাম কবির কামাল। এসময় যুবদল নেতা সুমনের দলীয় পদ ফিরে পেতে সংশ্লিষ্টদের প্রতি পূর্নবিবেচনার অনুরোধও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক এ্যাড. আব্দুল বাছেদ ভুইয়া, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ভিপি এম এ জলিল, সাবেক সাধারণ সস্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাবেক সাধারণ সস্পাদক ও সাবেক জিএস দীপক কুমার বর্মণ প্রিন্স, সাবেক জিএস আকরাম হোসেন আকরাম, সাবেক ভিপি নাসির আহমেদ, সাবেক জিএস শরীফ আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারী দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমনকে বহিস্কারের তথ্য জানানো হয়। চাঁদা না দেয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদেরকে শারীরিক লাঞ্চিত করণের অভিযোগ উঠে এই নেতার বিরুদ্ধে। যা নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেলস্টেশন মাস্টার এটিএম মুছা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বহিষ্কারের পদক্ষেপ নেয় যুবদল কেন্দ্রীয় কমিটি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ
- নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
- নরসিংদীতে ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা
- মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
- পলাশে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
- ভৈরবে এমইউএসটি’র মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
- শিবপুরে ভুট্টাখেতে মিলল বস্তাবন্দি মরদেহ
- ২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
- পার্শ্ববর্তী রাষ্ট্রের মদদে নির্বাচন বানচাল করার পায়তারা হচ্ছে :খায়রুল কবির খোকন
- বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
- মনোহরদীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগ