নরসিংদী শহর যুবদলের আহবায়ক চৌধুরী সুমন বহিষ্কার
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎএ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে চাঁদা না দেয়ায় নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্চিত করণের অভিযোগ উঠে এই নেতার বিরুদ্ধে। এসব বিষয়ে বুধবার নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেল স্টেশন মাস্টার এটিএম মুছা।
অভিযোগে উল্লেখ করা হয়, মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে।
গত ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরী সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে সুমনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান চৌধুরী সুমন সাংবাদিকদের বলেন, রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে আমার সম্পর্ক খুবই ভাল। তার সাথে ও স্টেশনের কোন কর্মচারীর সাথে খারাপ আচরণ ও চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। তবে রেলওয়ে মসজিদ এর একটি বিষয় নিয়ে স্টেশন মাস্টারের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে