আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পিএম


আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী। এছাড়া নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রিক্রুটিং এজেন্টসহ প্রবাসীদের নিয়ে কাজ করে এমন অংশ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকল অংশীদারদের একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যেতে, তাদের ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদানে, ব্যাংক লোন নেয়ায় যেন ক্ষতির মুখে না পড়েন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সকলকে সোচ্চার হতে হবে।



এই বিভাগের আরও