শিবপুরে জাতীয় ভোটার দিবস পালন

০১ মার্চ ২০১৯, ০৩:৪১ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ এএম


শিবপুরে জাতীয় ভোটার দিবস পালন


শিবপুর প্রতিনিধি ॥
“ভোটার হব ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে শুক্রবার (১ মার্চ) দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে শিবপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শিবপুর মডেল থানা হয়ে শিবপুর সদর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।


র‌্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান, শিবপুর অনলাইন প্রেসকাবের সভাপতি আনোয়ার হোসেন স্বপন, শিবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক এস.এম খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি অপু সারোয়ার খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিঠানের শিক্ষক, সরকারী কর্মকর্তা কর্মচারীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন।



এই বিভাগের আরও