জাতীয় ভোটার দিবস উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা

০১ মার্চ ২০১৯, ০৫:৫০ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম


জাতীয় ভোটার দিবস উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক ॥
“ভোটার হব, ভোট দেব” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালন করা হয়েছে জাতীয় ভোটার দিবস ২০১৯। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে নরসিংদী জেলা নির্বাচন অফিস।


শুক্রবার (১ মার্চ) সকালে নরসিংদী সার্কিট হাউসে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন, স্থানীয় সরকার শাখা, নরসিংদীর উপপরিচালক ড. মাহবুব-উল করিম। র‌্যালিটি নরসিংদী সার্কিট হাউস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।


র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, জেলা নির্বাচন অফিসার মো. মেছবাহ উদ্দিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীরা।



এই বিভাগের আরও