বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নরসিংদী চেম্বারের ১৮ পরিচালক

২২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নরসিংদী চেম্বারের ১৮ পরিচালক
রাশেদুল হাসান রিন্টু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন ২০২৪ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) নির্বাচন বোর্ড এ ঘোষণা করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া জানান, তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শ্রেণীর ১২ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য হতে একজন প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ব্যবসায়ীদের আলোচনায় সমঝোতার ভিত্তিতে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় কোন প্রতিদ্বন্দ্বী ছিল না।

চেম্বার সূত্র জানায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হচ্ছেন প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু। রাশেদুল হাসান রিন্টু নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি।

জানা গেছে, নরসিংদী জেলার ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা ৬ হাজার ৭০০ জন। এবারের নির্বাচনী তফসিল ২০২৪ অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেয়া হয়। নির্বাচনে সাধারণ শ্রেণীতে ২১ জন প্রার্থী ও  সহযোগী শ্রেণিতে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড। নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাকীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন, রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম।

সহযোগী শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন, হাসিব আহমেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূইয়া (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহমেদ মোল্লা (রিপন)।