নরসিংদীতে আয়কর বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৬ এএম


নরসিংদীতে আয়কর বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আয়কর বিভাগের উদ্যোগে জেলার বি‌ভিন্ন অংশীজ‌নের সা‌থে উৎ‌সে কর কর্তন ও সংগ্রহ বিষয়ক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) নরসিংদী জেলা পরিষদ মিলনায়তনে কর অঞ্চল -১০ ঢাকা এর আয়োজনে এই মতবিনিময় সভা ও প্রশ্নোত্তর পর্ব হয়।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১০ ঢাকার প‌রিদর্শী অতিরিক্ত কর কমিশনার রেঞ্জ-১ মোহাম্মদ মাহমুদুজ্জামান। সভাপ‌তি করেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মঈনুল হাসান।

মত‌বি‌নিময় সভায় স্বাগত বক্তব্য এবং আয়কর আইন -২০২৩ ও উৎসে কর বিধিমালা অনুযায়ী উৎ‌সে কর কর্তন ও সংগ্রহের বিধানাবলীর উপর উপস্থাপনা প্রদান ক‌রেন উপ কর ক‌মিশনার বিদ‌্যুৎ শিকদার।

পরবর্তীতে অনু‌ষ্ঠিত প্রশ্নোত্তর প‌র্বে প্রধান অ‌তি‌থি, সভাপ‌তি ও উপ কর ক‌মিশনার  মোঃ আ‌রিফুল হাসান মজুমদার, ‌মোঃ তানভীর মো‌র্শেদ ও অ‌মিত কুমার দাস উপ‌স্থিত বি‌ভিন্ন অংশীজন‌দের প্রশ্নের উত্তর প্রদান ক‌রেন।



এই বিভাগের আরও