কাজে ফিরেছেন ইউএমসি জুটমিলের শ্রমিকরা

০৪ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ এএম


কাজে ফিরেছেন ইউএমসি জুটমিলের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মজুরি স্কেল ২০১৫ বাস্তবায়নের অাশ্বাসে কাজে যোগ দিয়েছেন নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা। শনিবার সকাল ৬টায় প্রথম  শিফটে কাজে যোগদানের মাধ্যমে উৎপাদন শুরু হয়েছে জুটমিলটিতে।
এতে কর্মচাঞ্চল্য ফিরে অাসা ও উৎপাদন শুরু হওয়ায় খুশি শ্রমিকরা কর্মচারিরা। তবে পাটের ঘাটতি থাকায় পুরোদমে উৎপাদনে যেতে পারছে না মিলটি। 
শ্রমিকদের অাশাবাদ বৃহস্পতিবার পাটমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত অালোচনা অনুযায়ী ১৫ দিনের মধ্যে জাতীয় মজুরি স্কেল ২০১৫ এর মজুরি স্লিপ প্রদান করা হবে। অন্যথায় ফের কঠোর আন্দোলনে যেতে পিছপা হবেন না রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদ। 


এই বিভাগের আরও