শিবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

১৩ মার্চ ২০১৯, ০৪:০৭ পিএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ এএম


শিবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি ॥
নরসিংদীর শিবপুরে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল নরসিংদীর উদ্যোগে ও নরসিংদীর ডিজএ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এনডিপিওডি) এর সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের চক্ষু চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী শিবপুরের ধানুয়ায় এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু সেবা ক্যাম্পে বিনামূল্যে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও বয়স্ক রোগীদের চোখের ছানি অপারেশন ও অন্যান্য চক্ষু সেবা দেওয়া হয়।
এনডিপিওডির পরিচালক শেখ সানাউল্লাহ জানান, সকাল ১০টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত চক্ষু সেবা ক্যাম্পে নরসিংদীর লায়ন্স হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের ইনল্কুশন অফিসার মো: আ: রহিম এর নেতৃত্বে ৮ জনের একটি টিম ৬৫ জন প্রতিবন্ধীসহ প্রায় ২৫০জন রোগীকে চক্ষু সেবা প্রদান করেন। এর মধ্যে ৮ জন রোগীকে চোখে অপারেশনের জন্য বাছাই করে নরসিংদীর লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।


বিভাগ : জীবনযাপন


এই বিভাগের আরও