বাংলাদেশি সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব

২২ অক্টোবর ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম


বাংলাদেশি সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব
ফাইল ছবি।

বিনোদন ডেস্ক:

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামে এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। এরপর করোনার কারণে থেমে যায় সিনেমাটির শুটিং।

দীর্ঘদিন অপেক্ষার পর আবারো সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। চলতি বছরের নভেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গেল বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও