ব্রাহ্মণবাড়িয়ায় আল কায়েদার ২ সদস্য আটক
০১ জানুয়ারি ২০২১, ০৮:১৮ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে হাফেজ মো. ইয়াহিয়া (২২) ও মো. হুজাইফা সাদ (২০) নামে দুই তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা দুইজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল কায়েদার সদস্য। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার ভোররাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদেরকে আটক করা হয় বলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক ইয়াহিয়া শাহবাজপুর এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে ও হুজাইফা একই এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দু'টি উগ্রবাদী বই, দু'টি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দু'টি মুঠোফোন ও মুঠোফোনের ক্ষুদে বার্তার ফটোকপির তিনপাতা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক দুইজন জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে জঙ্গী সংগঠন আল-কায়দার সমর্থক হয়ে ওঠার কথা র্যাবকে জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই তরুণ জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইল উপজেলার বিভিন্ন স্থানে আল কায়েদার সদস্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি উগ্রবাদী বই ও লিফলেট এবং মুঠোফোনের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছিল। তারা ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা এবং হামলা করার জন্য পরিকল্পনার উদ্দেশ্যে অবস্থান করছিল।
র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, তাদেরকে দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম। গতরাতে তারা স্থানীয় একটি মসজিদে গোপন বৈঠক করে। তাদের কাছ থেকে জব্দ করা বইগুলো জঙ্গী সংগঠন আল কায়েদার। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬