ব্রাহ্মণবাড়িয়ায় আল কায়েদার ২ সদস্য আটক
০১ জানুয়ারি ২০২১, ০৮:১৮ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০১:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে হাফেজ মো. ইয়াহিয়া (২২) ও মো. হুজাইফা সাদ (২০) নামে দুই তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা দুইজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল কায়েদার সদস্য। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্প কর্তৃপক্ষ।
এর আগে শুক্রবার ভোররাতে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে তাদেরকে আটক করা হয় বলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক ইয়াহিয়া শাহবাজপুর এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে ও হুজাইফা একই এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দু'টি উগ্রবাদী বই, দু'টি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দু'টি মুঠোফোন ও মুঠোফোনের ক্ষুদে বার্তার ফটোকপির তিনপাতা জব্দ করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক দুইজন জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে জঙ্গী সংগঠন আল-কায়দার সমর্থক হয়ে ওঠার কথা র্যাবকে জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই তরুণ জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইল উপজেলার বিভিন্ন স্থানে আল কায়েদার সদস্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি উগ্রবাদী বই ও লিফলেট এবং মুঠোফোনের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছিল। তারা ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা এবং হামলা করার জন্য পরিকল্পনার উদ্দেশ্যে অবস্থান করছিল।
র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, তাদেরকে দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম। গতরাতে তারা স্থানীয় একটি মসজিদে গোপন বৈঠক করে। তাদের কাছ থেকে জব্দ করা বইগুলো জঙ্গী সংগঠন আল কায়েদার। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
- ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক কমিটি গঠন
- নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি