চলতি মাসের ১৭ দিনেই ৪৮৭২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১১

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম


চলতি মাসের ১৭ দিনেই ৪৮৭২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১১
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৭২ জন। আর এ মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোর রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (১৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪০ জন এবং বাকিরা ঢাকার বাইরে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১৯১ জন রোগী ভর্তি আছেন জানিয়ে কন্ট্রোর রুম বলছে, তার মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২০৩ জন।

কন্ট্রোল রুম জানায়, চলতি বছর মোট ১৫ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৭ জনের মৃত্যু হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও