এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে কম্বোডিয়ায় স্পিকার

১৮ নভেম্বর ২০১৯, ১০:০১ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পিএম


এশিয়া প্যাসিফিক সামিটে যোগ দিতে কম্বোডিয়ায় স্পিকার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘এশিয়া প্যাসিফিক সামিট’ অনুষ্ঠানে যোগ দিতে কম্বোডিয়া গেছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। ‘এশিয়া প্যাসিফিক সামিট-২০১৯’ অনুষ্ঠানটি ১৮ থেকে ২১ নভেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামিটে যোগদান এবং সফর শেষে স্পিকার আগামী ২১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও